বাংলার খবর২৪.কম, সুনামগঞ্জ : বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রনাধীন দেশের একমাত্র স্লীপার উৎপাদনকারী প্রতিষ্ঠান সুনামগঞ্জের শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলায় অবস্থিত কংক্রিট স্লীপার কারখানাটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। কাঁচামাল সংকট ও সরবরাহ কম থাকার অজুহাতে গত ২০ মার্চ থেকে সাময়িকভাবে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এতে কারখানা সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীসহ প্রায় তিন শতাধিক ব্যক্তি বেকার হয়ে মানবেতর দিনযাপন করছেন। দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটভাবে গড়ে উঠা একাধিক স্লীপার কারখানা চালুর কারণে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
এদিকে, স্লীপার তৈরির প্রধান কাঁচামাল হাইটেনশন স্টিল রড ও এমসিআই ইনসার্ট স্টিল পাত ভারত থেকে আমদানি করা হতো। এছাড়া ছাতক সিমেন্ট কারখানার স্পেশাল ডায়মন্ড ব্রান্ড সিমেন্ট, ভোলাগঞ্জের পাথর ও বালু দিয়ে উচ্চ মানসম্পন্ন কংক্রিট স্লীপার এখানে উৎপাদিত হয়।
সূত্র জানায়, প্রতিষ্ঠার ২৬ বছরের মধ্যে একাধিকবার কাঁচামাল সংকটের কারণে এটি বন্ধ হলেও বর্তমানে একই সংকটে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
কারখানার উপ-সহকারি প্রকৌশলী কবিরুল আলম শীর্ষ নিউজকে জানান, কাঁচামাল সংকটের কারণে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ কারখানাটি চালু করা হবে তা জানাতে পারেননি তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান