৩৫ বছরের পর নারীদের মা হওয়ার সম্ভাবনা কমতে থাকে। যার পরিণতি ঘটে মেনোপজে। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা এই চিরাচরিত ধারণায় বদল আসতে চলেছে এবার। মেনোপজের পরও এখন মা হওয়া সম্ভব! অসম্ভবকে সম্ভব করতে নেপথ্যে রয়েছে সেই বিজ্ঞান।
স্টেম সেল ও রিজেনারেটিভ থেরাপির সফল গবেষণা বেশী বয়সে মা হওয়ার বিষয়টিকে সম্ভব করেছে। বিজ্ঞানীদের দাবি, এই দুটিই হল গর্ভধারণের চাবিকাঠি। এর সাহায্যে যে কোনও বয়সেই মা হওয়া যায়। এই পদ্ধতিতে প্রথমে ডিম্বাশয়কে স্টিমুলেট করা হবে। স্টেম সেল বসিয়ে তৈরি করা হবে আস্ত ডিম্বাশয়।
অনেকটা কৃত্রিম হৃদযন্ত্রের মতোই কাজ করবে সেটি। গর্ভধারণের উপযোগী হয়ে উঠবেন যে কোনও মেনোপজ হয়ে যাওয়া রমণী। তাই দাম্পত্য জীবন উপভোগ করে, ক্যারিয়ার গুছিয়ে নিয়ে বেশি বয়সে এসে মা হতে চাইলে এখন তেমন কোনও অসুবিধে হবে না। আধুনিক চিকিত্সায় আপনার কোল জুড়ে জন্ম নেবে ফুটফুটে শিশু। জন্ম হবে একজন মায়েরও।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান