সাতক্ষীরার তালা উপজেলায় কীটনাশক পান করে ময়না বেগম নামের গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা পর বিষক্রিয়ায় মারা যায় তাঁর তিন বছরের ছেলেশিশু হাসানুর রহমান।
গতকাল বৃহস্পতিবার তালা উপজেলার বালিয়া গ্রামে রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া জানান, মুড়াগাছা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ময়না বেগম বালিয়া গ্রামে তাঁর বাবার বাড়িতে ছিলেন। সেখানে বৃহস্পতিবার মধ্য রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ময়না বেগম কীটনাশক পান করেন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। একই সময়ে তাঁদের ছেলেশিশু হাসানুর রহমান বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে তাকে নেওয়া হয় খুলনায়। সেখানে গভীর রাতে মারা যায় সে।
ওসি জানান, ময়না বেগম কীটনাশক পান করার আগেই ছেলেকে কীটনাশক পান করান বলে ধারণা করা হচ্ছে।
একই ধারণা করেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রিপন। তিনি বলেন, কীটনাশক পান করা মায়ের বুকের দুধ খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে যে গুজব রটেছে, তা সত্য নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান