বাংলার খবর২৪.কম : জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলা স্থগিত চেয়ে এবং ওই দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আবেদন দু’টি খারিজ করে দেন।
এর আগে গত ৪, ৭, ৮ এবং ১১ সেপ্টেম্বর ওই আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হয়।
গত ২৫ মে ওই দুই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের বিষয়ে বিভক্ত রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
ওই সময় সিনিয়র বিচারপতি মামলার বিচারিক কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। একইসঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দু’টির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন।
তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদন খারিজের আদেশ দেন।
পরে ১৫ জুন ওই আবেদন নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন তৃতীয় বেঞ্চ গঠন করেন।
তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদন ১৯ জুনও খারিজ করে দেন বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ)।
পরে ৭ জুলাই খালেদা জিয়ার পক্ষে দু’টি লিভ টু আপিল দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এর আগে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগ এনে রমনা থানায় দায়ের করা হয় অপর মামলাটি।