ইংল্যান্ডের বিপে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়ে তালগোল পাকিয়ে হেরেছে বাংলাদেশ। ৩১০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শেষ ৫২ বলে দরকার ছিল ৩৯ রান, হাতে ৬ উইকেট। অথচ আর ১৭ রান যোগ হতেই ২৮৮ রানে বাংলাদেশ অলআউট ম্যাচের ১৩ বল আগে। প্রথম ওয়ানডেতে ২১ রানে বাংলাদেশ নাটকীয়ভাবে হারের পরও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করেন সব শেষ হয়ে যায়নি। তার মতে এখনও ২-১ এ সিরিজ জেতা সম্ভব। শনিবার (০৮ অক্টোবর) টিম হোটেল রেডিসনে সংবাদ মাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, ‘এই সিরিজটা থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে। ১-০ তে পিছিয়ে থাকলেও সিরিজটা ২-১ হতে পারে। এই বিশ্বাসটা টিমের সবার মধ্যেই আছে। বাকিটা আমরা ম্যাচ কতটা ধরতে পারি, কত ভালো করতে পারি। এ ধরনের ম্যাচে চাপ থাকবেই কারণ তারাও প্রফেশনাল দল। ওয়ানডে দল হিসেবে দারুণ ভালো দল। আমরা বিশ্বাস করি সিরিজটা এখনও জিততে পারি।’ প্রথম ম্যাচের হার টিম ম্যানেজম্যান্টে হতাশা ছড়ালেও খালেদ মাহমুদের মতে ছোটখাট ভুলগুলো নিয়ে পরের ম্যাচে নতুন উদ্যোমে লড়াই করবে বাংলাদেশ, ‘আমরা তো দারুণ একটা ম্যাচ খেলেছি। খেলায় জয়-পরাজয় আছে। শেষ মুহূর্তে আমরা হয়তো চাপটা নিতে পারিনি। গতকালের পর না, প্রথম থেকেই আমাদের বিশ্বাস ছিল ইংল্যান্ডকে হারানো মতো দল এখন আমরা। গতকালের পর আত্মবিশ্বাস বাড়বে আমাদের। ছোটখাট যে ভুলগুলো ছিল তা থেকে শিা নিয়ে নতুন উদ্যোমে খেলাবো, নিঃসন্দেহে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।’
শিরোনাম :
সিরিজটা এখনও জিততে পারি : খালেদ মাহমুদ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬
- ১৬৬৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ