বাংলার খবর২৪.কম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১/১১’র ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। শুধু কৌশলের পরিবর্তন হয়েছে। যার ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে বিচারের নামে প্রহসনের প্রক্রিয়ায় হাটছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ দেশে বিদেশে সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে এবার বিদেশী রাষ্ট্রকে খুশী করার জন্য অতিদ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা করছে। তাই বিএনপির বিজয়ী সম্ভাব্য প্রার্থীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে নেওয়ার পাশাপাশি ২০ দল ভাঙারও ষড়যন্ত্র করছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি নেতারা যদি বেইমানি না করতো তাহলে বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হত না। তারেক রহমানের এ অবস্থা হত না।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েয়কৃত মামলার রিট আবেদন খারিজ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা আর দেশের নেতৃত্ব শূন্য করা একই কথা। জনতার রায়ের কাছে আদালতের রায় তুচ্ছ। সরকারকে বিদায় নিতে হবে।
তিনি আরো বলেন, ৭মার্চের ভাষণে শেখ মুজিব ‘জয় পাকিস্তান’ বলে ভুল করেনি। যে ইস্যুতে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেছেন সেই ইস্যুতে তিনি ‘জয় পাকিস্তান’ বলতেই পারেন। এতে অপরাধের কিছু নেই।
কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান