নারী শিার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের শিা প্রতিষ্ঠানে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নারী শিার্থীদের প্রতি সহিংসতা রোধে ১৮ অক্টোবর দেশের সব শিা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন এবং ২০ অক্টোবর সভা হবে। তিনি বলেন “ওই মানববন্ধনে আমরা মানুষরূপী পশুদের যথাযথ বিচারের দাবি জানাব। হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে শপথ নিয়ে এই সামাজিক আন্দোলন, প্রতিরোধ গড়ে তোলার লড়াইয়ের প্রক্রিয়া শুরু করব।” ২০ অক্টোবরের সভায় শিক, পরিচালনা কমিটির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের নিয়ে সহিংসতারোধে কমিটি করা হবে বলে জানান নাহিদ। তিনি বলেন, “স্থানীয়রা মিলেই এ কমিটি করবে। এরপর সবাই মিলে স্কুলের চারপাশে ব্যাপক প্রচার চালাবে- সন্তান যেন বিপথগামী না হয়, সেদিকে সবাই দৃষ্টি রাখবে।” এসব কমিটি বখাটেদের প্রথমে শোধরানোর চেষ্টা করবে; এরপরও কাজ না হলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা তার। “যদি অপরাধীকে না পাওয়া যায়, তাহলে কমিটি অপরাধীর বাবা-মাকে এমনভাবে অভিযুক্ত করবে, যেন তারা সন্তানকে আইনের হাত তুলে দিতে বাধ্য হন।” এ প্রক্রিয়ায় শিা প্রতিষ্ঠানের আশপাশে ‘বখাটের উপদ্রব কমানো সম্ভব’ বলে মনে করেন মন্ত্রী। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ‘বিচার নিশ্চিতে’ ভূমিকা রাখবে বলে মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এ বাণীর পরে আমি আশা করব, ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোথাও কেউ কোনো শঙ্কা এবং দ্বিধা করবেন না।” সংবাদ সম্মেলনে শিামন্ত্রী সিলেটে ছাত্রলীগনেতার হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজার দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলাকারীর কঠোর শাস্তি দাবি করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান