আসাদুজ্জামান বাবুল: মিথ্যা তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগে চার সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।রোববার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া পাঁচ সচিব হলেন- বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার।মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় পাঁচ সচিবের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ ও জনপ্রাসনবিষয়ক মন্ত্রণালয়। ইতিপূর্বে্ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।এই পাঁচ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণে অনিয়মের অভিযোগ সম্পর্কিত তদন্তে সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। ৮ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রণের সুপারিশ করে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংসদকে জানান, ইতিপূর্বে ১৮২ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সরেজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে বর্তমানে সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের শনাক্ত করে তাদের সনদ ও গেজেট বাতিলের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরকে চলতি বছর ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদনকারী মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই-বাছাইপূর্বক গেজেটভুক্ত করে তাদের নামে সনদ ইস্যু করা হবে।’মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়োসীমা বাড়ানোর আদেশ জারি করার পর এই সনদ নেওয়ার হিড়িক পড়ে। বাতিল হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা-সুবিধা নিয়ে চাকরি করছেন। কেউ কেউ অবসরেও গেছেন। কারো আবার আগামী বছর এ সুবিধা নেওয়ার কথা রয়েছে।
শিরোনাম :
পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪
- ১৭১৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ