নাশকতার অভিযোগে রাজধানী ঢাকার পল্লবী থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
পল্লবী থানার ওসি দাদন ফকির বিবিসিকে বলেছেন মামলা পল্লবী থানাতে হলেও এইসব নেতাকর্মীর বাসস্থান অনুযায়ী সেইসব থানাতে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে।
নেতাকর্মীদের মধ্যে আরো আছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান।
নাশকতার অভিযোগে ২০১৫ সালে পল্লবী থানায় মামলাটি করা হয়।