ডেস্ক : মালয়েশিয়ার পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজন বাংলাদেশিসহ ৪ জনকে আটক করেছে।
মালয়েশীয় রয়্যাল পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে চ্যানেল নিউজএশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত আগস্টের ২ তারিখ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে এদের আটক করা হয়। আটকদের মধ্যে তিনজন বিদেশি এবং একজন মালয়েশিয়ার নাগরিক।
আটক বাংলাদেশি একটি রেস্তোরাঁ ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। ইন্টারপোল ওই ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। ৩৭ বছর বয়সী বাংলাদেশি ওই ব্যক্তি কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে একটি রেস্তোরাঁ চালাতেন।
আটকদের বাকিরা একজন নেপালের ও মরক্কোর নাগরিক। তবে খবরে কারও নাম প্রকাশ করা হয়নি।
এদের মধ্যে নেপালি নাগরিক মালয়েশিয়ায় একটি বিনোদন আউটলেটের ব্যবস্থাপক ছিলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারের জন্য ভ্রমণের জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
এ ছাড়া মরক্কোর নাগরিকের অভিযোগ হিসেবে দেখানো হয়েছে, তাকে আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বলছে, সিরিয়ায় অনুপ্রবেশের চেষ্টার পর তুরস্কেও তিনি এর আগে গ্রেপ্তার হয়েছিলেন।
আটক হওয়া মালয়েশিয়ার নাগরিক গাড়ির চালক ছিলেন।