কাশ্মির হামলার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনার রেশ থাকলো জাতিসংঘেও। নিউ ইয়র্কে পাকিস্তানের একটি সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হয় এক ভারতীয় সাংবাদিককে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাইরে সোমবার নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেলে সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী। সেই সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হয় ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির সাংবাদিক নামরাতা বারারকে।
সংবাদ সম্মেলনের শুরুতেই বলা হয়, ‘এই ভারতীয়কে বের করে দাও।’
এনডিটিভির খবরে বলা হয়, উরি আক্রমণের বিষয়ে কড়া প্রশ্নের সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন পাকিস্তানি নেতৃত্ব।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। উরি হামলা নিয়ে তাকেও প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা।
রোববার কাশ্মিরের উরিতে হামলায় ২০ জন সেনা সদস্য নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেন ভারতের নেতারা। যদিও অভিযোগ অস্বীকার করে পাকিস্তান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান