রাজশাহী : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদক যুব সমাজ ধ্বংসের হাতিয়ার। এর বিস্তার রোধে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান, ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ প্রমুখ।
এদিন প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশি মদ, ২৮ লিটার দেশি মদ, এক কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান