ফারুক আহম্মেদ সুজন: পরিবহণখাতে শৃংখলা রক্ষা এখন আমাদের অগ্রাধিকার। পরিবহণ ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএ’কে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। কর্তব্য পালনে কোন ধরণের গাফিলতি এবং অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ দুপুর কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ অফিস আকর্স্মিক পরিদর্শনশেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, বিআরটিএ’র সেবার মান কিছুটা উন্নতি হলেও কর্মকর্তা-কর্মচারীদের আরও দক্ষতা বাড়াতে হবে। দালালদের দৌরাত্ম কমলেও এখনও কিছু ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে বিআরটিএ’র কিছু কিছু সেবা দেয়া হচ্ছে অনলাইনে। এ সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।
এসময় মন্ত্রী জনগণের ভোগান্তি নিরসনে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। এসময়ে উপস্থিত ছিলেন বিআরটিএ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম ,রফিকুল ইসলাম ,গোলাম হায়দার, মোটরযান পরিদর্শক তানভির আহমেদ প্রমুখ ।
এর আগে জনাব কাদের বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন-বিআরটিসি’র জোয়ার সাহারা এবং মতিঝিল ডিপো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী অকেজো গাড়ি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এসময় যাত্রী সাধারণের অনুরোধে কুড়িল-বাড্ডা-রামপুরা-গুলিস্তান এবং আজিমপুর-নিউমার্কেট-শাহবাগ-প্রেসক্লাব-মতিঝিল রুটে বিআরটিসি’র দু’টি বাস পরিচালনার নির্দেশ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান