বাংলার খবর২৪.কম,ঝিনাইদহ: জেলার হরিণাকুন্ডুতে অজ্ঞাত এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হরিণাকুন্ডু উপজেলার কেছমতপুর ঘোড়াগাছা গ্রামের পিরতলা মাঠের পাট ক্ষেত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে মধ্য বয়সী এক ব্যাক্তির লাশ দেখতে পায় কৃষকেরা। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এরশাদুল কবির জানান, মাঠ থেকে একটি ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। কারা কেন হত্যা করেছে, নিহতের পরিচয়, এসবের কোনো কিছুই এখনও জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান