ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৬তম জন্মদিন আজ । তার জন্মদিন উপলক্ষ্যে দেশটির সুরাত এলাকার অতুল বেকারি তৈরি করেছে ৩ হাজার ৭৫০ কেজি ওজনের একটি বিশাল কেক। আট ফুট উচ্চতার চকোবেরি ফ্লেভারের এই কেকটি বানাতে ২০ জন শেফ কাজ করেছে। যা ১২ ফুট পর্যন্ত লম্বা করা যেতে পারে। পিরামিড আকৃতির বিশাল কেকটি বিশ্বের সবচেয়ে উঁচু কেক হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে স্থান করে নিতে পারে বলে দাবি করা হচ্ছে।
অতুল বেকারি এবং শক্তি ফাউন্ডেশন নামে একটি এনজিওর যৌথ উদ্যোগে এই কেক তৈরি করা হয়েছে। জানা গেছে, নারীর ক্ষমতায়ন নিয়ে মোদির 'বেটি বাঁচাও বেটি পড়াও' এর মতো বিভিন্ন উদ্যোগের জন্যই মোদির সম্মানে এই বিশেষ কেক তৈরি করা হয়েছে।
এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু পিরামিডের খেতাব জিতেছে পোল্যান্ডের এক সংস্থা। ২১ মে ২০১১ সালে। উচ্চতায় সেটি প্রায় ৬ ফুট। ওজন ৭২০ দশমিক ৮ কেজি।
শনিবার ভেসুর মালিবা পার্টি প্লটে ৫০০০ তরুণীর উপস্থিতিতে এই কেক কাটার কথা রয়েছে। মানসিক প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত তরুণীরা এই কেক কাটবেন। কেক কাটার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বিশ্বশান্তি কামনায় ভারতের ১০০০ গিটারিস্ট গিটার বাজাবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান