সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের পর তা জাতীয় যাদুঘর থেকে অপসারণ করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গিয়ে যাদুঘর থেকে পদক নিয়ে আসেন।
জাতীয় যাদুঘরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। এ মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ বুধবার বিকেলে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আদালতের রায় অনুযায়ী জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করেছে। সে অনুযায়ী পদকটি জাতীয় যাদুঘর থেকে সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা প্রত্যাহারের আদেশসহ গিয়ে পদকটি নিয়ে এসেছেন। এরপর পদকটি তারা কি করবেন তা তাদের (মন্ত্রিপরিষদ) বিষয়।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান