সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদির উদ্দেশে রওনা হন।
সফরসঙ্গী হিসেবে খালেদার সঙ্গে যাচ্ছেন তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি যাত্রা নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন খালেদা জিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, পবিত্র হজ পালনের জন্য আমি সৌদি আরব যাচ্ছি। আপনাদের দোয়া চাই।’
এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারাসহ সর্বস্তরের নেতা-কর্মীরা বিমানবন্দরে আসেন। শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল সিন্টু, ডা. জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ প্রমুখ।
খালেদা জিয়ার সঙ্গে হজ করতে লন্ডন থেকে দুবাই হয়ে সৌদি আরব আসার কথা তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধু জোবায়দা রহমান ও নাতনি জায়মা রহমান।
আগামী ২০ সেপ্টেম্বর সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের।