ডেস্ক : সভ্যতার সঙ্গে তীব্র গতিতে ছুটে চলা ভারত। পৃথিবী থেকে মঙ্গল পর্যন্ত গবেষণায় সফলতার দাবি করে দেশটি। তবে ঠিক তার উল্টো চিত্রটিও পাওয়া যায় এই ভারতেই। কুসংস্কার ও অন্ধবিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার দৃষ্টান্ত হতে পারে এই ঘটনা।
ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, ভারতের ওড়িশার গঞ্জাম জেলার জগদেবপুর গ্রামের মানুষদের বাধ্য করা হয় মল, মূত্র ও ঘাম খেতে। রাজি না হলে জোর করা হয়। কারণ তাতেই নাকি যাদুবিদ্যায় 'সিদ্ধিলাভ' সম্ভব হবে!
এর আগে ২০১৩ সালে রাজ্যে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সঙ্গে মোকাবিলার লক্ষ্যে একটি আইনও করেছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের পরিস্থিতি বদলে ব্যর্থ হয় সেই আইন।
খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রথমে দুজন ব্যক্তির দাঁত উপড়ে নেওয়া হয়। তারপর তাদের বাধ্য করা হয় মল, মূত্র ও ঘাম খেতে।
গ্রামবাসীদের অভিযোগ, এর পিছনে রয়েছে যাদুবিদ্যা চর্চা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান