বাংলার খবর২৪.কম: লা লিগার ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দলের পক্ষে দুটি গোলই করেছেন নেইমার।
তবে, গোল না পেলেও ম্যাচে দারুণ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নেইমারের করা দুটি গোলেরই যোগানদাতা মেসি।
শনিবার বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ২-০ গোলে জয় পেলেও প্রথম গোল পেতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম শুরু থেকে নেইমারকে খেলাননি কোচ লুইস এনরিখ। ফলে প্রথমার্ধে ধারালো কোন আক্রমণই রচনা করতে পারেনি বার্সা। ম্যাচের ৪১ মিনিটে মেসি সহজ একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এর আগে অবশ্য তরুণ মুনির আল হাদ্দাদি একাধিকবার সহজ গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন। ফলে গোল শূন্য ড্র অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতি থেকে ফিরে বল নিজেদের দখলে রাখলেও গোলের সুযোগ সৃষ্টি করতে পারছিলোনা বার্সা। শেষ পর্যন্ত ম্যাচের ৬৩ মিনিটে মুনিরের বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান কোন এনরিখ। ব্রাজিল সুপারস্টার মাঠে নামার সাথে সাথেই বার্সার আক্রমণের ধার বাড়ে। নেইমার মাঠে নামলে মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে উঠে। এই দুই জনের নেতৃত্বে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে বার্সা। এর ফল স্বরুপ ম্যাচের ৭৯ মিনিটে প্রথম বারের মতো বার্সাকে এগিয়ে দেন নেইমার।
ডি বক্সের বাইরে থেকে দেওয়া মেসির দারুণ পাস দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান ব্রাজিলের নতুন অধিনায়ক।
এর পাঁচ মিনিট পর দলকে আবারো এগিয়ে নেন ২২ বসর বয়সী এই তারকা। মাঝ মাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় ডি বক্সের ভিতর ডুকে পরেন মেসি। তারপর নেইমারের উদ্দেশে বল পাঠালে অসাধারণ দক্ষতায় দলের ও নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।
এরপর আর কোন গোল না হওয়াতে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান