বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল স্লোগান দিলে তারেক রহমানকে মুক্ত করা যাবে না, দেশে ফিরিয়ে আনা যাবে না। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে সংগঠন শক্তিশালী করতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষ্যেজাতীয়তাবাদী উত্তারাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির ধারক-বাহক, দেশের ভবিষ্যৎ কাণ্ডারি বলেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে সারা দেশে ছড়িয়ে পড়তে হবে, তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে দাবি করে তিনি বলেন, যাদের ধরা হচ্ছে তাদেরকে বিচারের আওয়াতায় না এনে বন্ধুক যুদ্ধের নামে হত্যা করা হচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না।
আওয়ামী লীগ নিজেদের ফাঁদে আটকা পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, কথায় কথায় তারা (আওয়ামী লীগ) বলার চেষ্টা করেছে বিএনপি একটা সন্ত্রাসী ও জঙ্গিবাদী দল। আজ জঙ্গিবাদ এসে গেছে। সারা বিশ্ব বলছে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গিবাদের কানেকশন আছে। এখন আওয়ামী লীগ যাবে কোথায়?
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান