ডেস্ক : অবসর ভেঙে দলকে জিতিয়ে মেসি বলেছেন, ‘আমি কারো সঙ্গে ছলনা করিনি।’ গতকাল বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়েকে মেসির একমাত্র গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
কোপার শতবর্ষী আসরের ফাইনালে হেরে ‘বিদায়’ বলেন মেসি। ওই ম্যাচে পেনাল্টি মিস করেন তারকা। এরপর তার সমালোচকরা সরব হয়ে ওঠেন। অনেকেই বলছিলেন, ‘মেসি ধোঁকা দিচ্ছে। ও ঠিকই ফিরে আসবে।’
মেসি ম্যাচ শেষে জানান, তিনি কাউকে বোকা বানানোর চেষ্টা করেননি, ‘ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। শুধু এতটুকু বলতে চাই আমি কারো সঙ্গে কোনো প্রকার ছলনা করিনি।’
‘ওই ঘটনার পর আমরা ভীষণ হতাশ হয়েছিলাম। এরপর বাউজার সঙ্গে আমার কথা হয়। সাধারণ মানুষও এর সঙ্গে আমাকে সমর্থন করেছেন।’ বলেন মেসি।
এদিকে ২৯ বছর বয়সী তারকাকে পরের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে নাও দেখা যেতে পারে। নিজেই জানিয়েছেন ইনজুরি কথা, ‘জানি না পরের ম্যাচে খেলবো কী না। কুঁচকিতে প্রচুর ব্যথা হচ্ছে।’
গোলডটকম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান