শেরপুর: শেরপুরের শ্রীবরদি উপজেলায় কয়েকটি বন্য হাতির হামলায় দুদু মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী মালাকুচা গ্রামে এ ঘটনা ঘটে।
বন বিভাগ বলছে, দুদু মিয়া (৫০) আমন ধানখেত পাহারা দেয়ার টং ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে টং ঘর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরের গারো পাহাড় থেকে কয়েকটি হাতি আসে।
ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনটি হাতি দুদু মিয়ার টং ঘরে হামলা চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা তার লাশ উদ্ধার করেন।
বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারেকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর দুদু মিয়ার লাশ নিয়ে যাওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান