অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘‘বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু’’

ডেস্ক: নেতাজির মৃত্যুরহস্যের জটে আজও আটকে রয়েছে ভারতবাসী৷ সত্যিই কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সুভাষ চন্দ্র বোসের? স্বাধীনতার আগে থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজজে৷

এবার সেই প্রশ্নের উত্তর দিল ৬০ বছর আগে জাপান সরকারের অপ্রকাশিত তদন্ত রিপোর্ট৷ এই রিপোর্ট অনুযায়ী, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইপেই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির৷

সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য নিয়ে তদন্ত করা লন্ডনের সাংবাদিক আশিস রায়ের দাবি, বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির৷ আর তাঁর এই দাবির পিছনে রয়েছে জাপান সরকারের ৬০ বছরের পুরনো সেই তদন্ত রিপোর্ট৷ তাঁর ওয়েবসাইটের (বোসফাইলস ডট ইনফো) তরফে প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছে জাপানি ভাষার ৭ পাতার ওই মূল রিপোর্ট এবং স্কেচ সহ ১০ পাতার ইংরেজি অনুবাদ৷

ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে আশিস রায় বলেন,১৯৪৫ সালের ১৮ অগাষ্ট তাইপেই বিমানবন্দর থেকে বিমানে উঠেছিলেন নেতাজি৷ মাটি থেকে ২০ মিটার ওপরে ওঠার পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড় বিমানটি৷ আগুনে গুরুতর জখম হন নেতাজি৷জাপান সরকারের তদন্ত রিপোর্টে স্কেচ করে দেখানো হয়েছে ঠিক কোনখানে নেতাজির বিমানটি ভেঙে পড়েছিল৷ তিনি বিমানের ঠিক কোথায় বসেছিলেন৷এমনকী হাসপাতালের কোন ঘরে তাঁর চিকিৎসা হয়েছিল, তারও উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷

রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার পর নেতাজদিকে কোনওভাবে বিমান থেকে বার করে আনা হয়৷ তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল৷ দুপুর তিনটে নাগাদ তাঁকে নিয়ে আসা হয় তাইপেই সেনা হাসপাতালের নানমন শাখায়৷ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে মারা যান তিনি৷২২ অগাষ্ট নেতাজির শেষকৃত্য হয় তাইপেই মিউনিসিপাল শ্মশানে৷

নেতাজির মৃত্যু সংক্রান্ত এই রিপোর্টটি ১৯৫৬ সালের জানুয়ারি মাসেই তৈরি করা হয়৷ পরে তা টোকিওয়ে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ এটি ছিল একটি গোপন রিপোর্ট৷ ফলে এটি কোনওদিনই প্রকাশ করা হয়নি৷ নেতাজির পরিবার ও তাঁর মেয়ে অনিতা পাফ এখন চান, টোকিও থেকে নেতাজির দেহ-ভস্ম ভারতে ফিরিয়ে আনা হোক৷ –সংবাদমাধ্যম

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

‘‘বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু’’

আপডেট টাইম : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

ডেস্ক: নেতাজির মৃত্যুরহস্যের জটে আজও আটকে রয়েছে ভারতবাসী৷ সত্যিই কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সুভাষ চন্দ্র বোসের? স্বাধীনতার আগে থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজজে৷

এবার সেই প্রশ্নের উত্তর দিল ৬০ বছর আগে জাপান সরকারের অপ্রকাশিত তদন্ত রিপোর্ট৷ এই রিপোর্ট অনুযায়ী, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইপেই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির৷

সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য নিয়ে তদন্ত করা লন্ডনের সাংবাদিক আশিস রায়ের দাবি, বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির৷ আর তাঁর এই দাবির পিছনে রয়েছে জাপান সরকারের ৬০ বছরের পুরনো সেই তদন্ত রিপোর্ট৷ তাঁর ওয়েবসাইটের (বোসফাইলস ডট ইনফো) তরফে প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছে জাপানি ভাষার ৭ পাতার ওই মূল রিপোর্ট এবং স্কেচ সহ ১০ পাতার ইংরেজি অনুবাদ৷

ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে আশিস রায় বলেন,১৯৪৫ সালের ১৮ অগাষ্ট তাইপেই বিমানবন্দর থেকে বিমানে উঠেছিলেন নেতাজি৷ মাটি থেকে ২০ মিটার ওপরে ওঠার পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড় বিমানটি৷ আগুনে গুরুতর জখম হন নেতাজি৷জাপান সরকারের তদন্ত রিপোর্টে স্কেচ করে দেখানো হয়েছে ঠিক কোনখানে নেতাজির বিমানটি ভেঙে পড়েছিল৷ তিনি বিমানের ঠিক কোথায় বসেছিলেন৷এমনকী হাসপাতালের কোন ঘরে তাঁর চিকিৎসা হয়েছিল, তারও উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷

রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার পর নেতাজদিকে কোনওভাবে বিমান থেকে বার করে আনা হয়৷ তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল৷ দুপুর তিনটে নাগাদ তাঁকে নিয়ে আসা হয় তাইপেই সেনা হাসপাতালের নানমন শাখায়৷ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে মারা যান তিনি৷২২ অগাষ্ট নেতাজির শেষকৃত্য হয় তাইপেই মিউনিসিপাল শ্মশানে৷

নেতাজির মৃত্যু সংক্রান্ত এই রিপোর্টটি ১৯৫৬ সালের জানুয়ারি মাসেই তৈরি করা হয়৷ পরে তা টোকিওয়ে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ এটি ছিল একটি গোপন রিপোর্ট৷ ফলে এটি কোনওদিনই প্রকাশ করা হয়নি৷ নেতাজির পরিবার ও তাঁর মেয়ে অনিতা পাফ এখন চান, টোকিও থেকে নেতাজির দেহ-ভস্ম ভারতে ফিরিয়ে আনা হোক৷ –সংবাদমাধ্যম