ডেস্ক: বন্যার কারণে সরবরাহ সঙ্কটে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা এমন কথা বললেও ক্রেতাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শুক্রবার এলেই দাম বাড়িয়ে দেন ক্রেতারা।
মাছের বাজারে ইলিশ আর চাষ করা মাছের দাম কিছুটা কমতির দিকে, বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। তবে কমেছে মুরগির দাম।
ঝাঁকা ভর্তি সিম, করলা, বেগুন, পটল, কাঁচামরিচ দেখে বোঝার উপায় নেই সবজির সরবরাহ সঙ্কট রয়েছে রাজধানীর কাঁচাবাজারে।
তবে বিক্রেতারা বলছেন, বন্যার কারণে আমদানি কম, তাই কেজিতে ২০ টাকার বেশি দাম বেড়েছে প্রতিটি সবজির।
আর ক্রেতারা বলছেন, নানা অজুহাতে ছুটির দিনে দাম বাড়িয়ে দেন বিক্রেতারা।
মাছ বাজারে কিছুটা কমতির দিকে ইলিশের দাম। পাশাপাশি চাষের অন্যান্য মাছের দামও কমেছে গত সপ্তাহের তুলনায়। তবে বেড়েছে নদীর মাছের দাম। বিক্রেতাদের এমন দাবি করলেও তা মানতে নারাজ ক্রেতারা।
গোসতের বাজারের ক্রেতারাই জানালেন, কোরবানির আগ দিয়ে কিছুটা কমেছে মুরগির দাম।
বাজারে প্রতিকেজি গরুর গোসত ৪২০ টাকা আর খাসির গোসত বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান