জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন ’চর্যাচর্চা’ ফাউন্ডেশনে’র উদ্যোগে ”রবীন্দ্রনাথের ’ন্যাশনালিজম’ ভাবনা”-শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের সার্ক জুবলি ফেলো জনাব আসিফ বিন আলি। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মুক্তাদির। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ফোকলোর বিভাগের চেয়ারম্যান ড. সাইফুল ইসলাম।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন চর্যাচর্চা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং ফোকলোর বিভাগের প্রভাষক জনাব সাকার মুস্তাফা। তিনি ‘চর্যাচর্চা ফাউন্ডেশনে’র উদ্দেশ্য এবং কার্যাবলি তুলে ধরেন। প্রাবন্ধিক আসিফ বিন আলি তার প্রবন্ধে রবীন্দ্রনাথের রাজনৈতিক ও জাতীয়তাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারের সঞ্চালক ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফিরোজ আহমেদ। সেমিনারের সমাপনী বক্তব্য দেন ফোকলোর বিভাগের প্রভাষক মেহেদী উল্লাহ।
অনুষ্ঠানের মাঝে মাঝে সংগীত পরিবেশন করেন প্রতীক ইমতিয়াজ, রুহামা মেলিসা ও নয়ন সরকার।