ডেস্ক : ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি ‘বার বার দেখো’-র দু’টো দৃশ্য বাদ দেয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সেই দৃশ্য দু’টিতে মহিলাদের অন্তর্বাস দেখা গেছে। তা নাকি অশালীন। সেন্সর বোর্ডের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রা না পরে নিজের ছবি পোস্ট করলেন প্রিয়া মালিক।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Because wearing a visible #bra would be indecent. #FreeTheNipple.”
এছাড়া তিনি লেখেন, দৃশ্যে ক্যাটরিনার ব্রা দেখা গিয়েছিল তাই ছবি থেকে দৃশ্য বাদ দিতে বলে সেন্সর বোর্ড। আসলে নারীদের অন্তর্বাস তো আর “সংস্কারি” নয়, তাই এটা ছাড়া থাকাই ভালো।
অন্তর্বাসের দৃশ্যে কাঁচি চালানোর প্রসঙ্গে ছবির টিমের একজন সদস্য বলেন, এমন একটা যুগে তারা বাস করছেন না যেখানে অন্তর্বাস নিয়ে প্রকাশ্যে কথা বলা যাবে না। ১৯৯৫ সালে শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে ব্রা দেখানো হয়েছিল। এছাড়া, বার বার দেখোর পরিচালক নিত্যা মেহেরা নিজেই একজন নারী। যদি মনে করা হয়, নারীদের অন্তর্বাস দেখিয়ে তিনি ছবিতে বাড়তি অনুভূতি জাগাতে চেয়েছেন সেটা গ্রহণযোগ্য নয়।
ছবির একটি দৃশ্যে বিখ্যাত কমিক পর্ণ চরিত্র সবিতা ভাবির কথা বলা হয়েছিল। সেই দৃশ্যেও কাঁচি চালাতে বলে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের মতে কোনও পর্ন চরিত্রের নাম ব্যবহার করা যাবে না ছবির মধ্যে। ছবির দুটো দৃশ্য বাদ দিয়ে ছবিটিকে U/A সার্টিফিকেট দিয়েছে বোর্ড।