বাংলার খবর২৪.কম, চুয়াডাঙ্গা : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় একটি প্রাইভেট ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা। শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের দেশ ক্লিনিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামের সাথী নামে এক গৃহবধূ দেশ ক্লিনিকে ভর্তি হয়ে তার গলার টনসিল অপারেশন করেন। এরপর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়।
রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে অপারেশন থিয়েটারেই রোগী মারা গেলে ওই ক্লিনিকের মালিক আশা কৌশলে এ্যাম্বুলেন্সে রোগীকে রাজশাহী নেওয়ার নাটক করেন। পথিমধ্যে রোগীর স্বজনদের রোগীর মৃত্যুর খবর জানানো হয়।
এদিকে, এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে রোগীর স্বজনরা দেশ ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় ক্লিনিকে থাকা অন্য রোগী ও রোগীর স্বজনরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রোগীর স্বজনরা পালিয়ে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান