আন্তর্জাতিক অপরাধ মামলায় ফাঁসির সাজা প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা নিয়ে আদালত অবমাননামূলক মন্তব্য করায় ২ মন্ত্রীকে অর্থদন্ডে দন্ডিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। দন্ডপ্রাপ্ত ২ মন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই রায় দেন আপিল বিভাগ। আপিল বিভাগের পর্যবেক্ষণ দল বলেছে এ দুই মন্ত্রী শপথের বরখেলাপ করেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
গত ৫ মার্চ ঢাকায় ঘাতক-দালাল নির্মূল কমিটির এক গোলটেবিল বৈঠকে আলোচনায় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে প্রধান বিচারপতির সমালোচনা করেছিলেন এই দুই মন্ত্রী। পরে আদালত দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড দিয়েছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান