ডেস্ক : দিল্লির নারী ও শিশুকল্যাণমন্ত্রী সন্দীপ কুমারকে বরখাস্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।যৌন কেলেঙ্কারির অভিযোগে বুধবার রাতে তিনি তাকে বরখাস্ত করেন।
রাতে এক টুইটার বার্তায় কেজরিওয়াল বলেন, ‘মন্ত্রী সন্দীপ কুমারের একটি সিডি তার কাছে এসেছে।যেখানে দেখা গেছে তিনি দুইজন নারীর সাথে আপত্তিকর অবস্থায় আছেন।’
এ বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেন, ‘আম আদমি পার্টি অশোভন আচরণ বরদাস্ত করবে না। আমি এমনকি আমার ছেলেও যদি দুর্নীতিগ্রস্ত হয় তাকেও রেহাই দেওয়া হবে না।’
তবে এ ব্যাপারে অভিযুক্ত সন্দীপ কুমারের কোনো বক্তব্য এখনও পাওয়া যায় নি।
মন্ত্রীকে সরিয়ে দিলেও অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক বিরোধীরা এই ঘটনা নিয়ে তাকে সমালোচনা করেছেন।
উল্লেখ্য, এ নিয়ে তিনজন মন্ত্রীকে সরিয়ে দিলেন কেজরিওয়াল নেতৃত্বাধীন সরকার। এর আগে এক মন্ত্রীকে ঘুষ নেওয়ার দায়ে, অন্যজনকে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দাখিল করার দায়ে সরতে হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান