রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. আবুল হাসেমকে কারা ফটক থেকে আবার গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাবার পরপরই তাকে আটক করা হয়।
এছাড়া জামায়াতের আরো তিন নেতাকর্মীসহ ৩৭ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজন হলেন- নগরীর শ্যামপুর নতুনপাড়া এলাকার রায়হানুল ইসলাম ও বদিউজ্জামান এবং বাখরাবাজ এলাকার পারভেজ আলী।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা আটজন, শাহমখদুম থানা সাতজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি এবং চারজন জামায়াতের নেতাকর্মী।
ড. আবুল হাসেমকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বুধবার রাতে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছিলেন। এ সময় কারা ফটকে ডিবি পুলিশের একটি দল তাকে আবার গ্রেপ্তার করে। বাকি জামায়াত কর্মীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ৩৮ জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান