সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্ব কোনোভাবেই থামছে না। ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। ফুটবল খেলার কমিটি গঠন নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে রবিবার ও বুধবার সংঘর্ষ হয়েছে।
আবার সংঘর্ষের শঙ্কায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং মেয়েদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলেছে সংশ্লিষ্ট প্রশাসন।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের মাধ্যমে এ নোটিস দেয়া হয়।
এ বিষয়ে শাহপরান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক শাহেদুল হোসাইন জানান, সার্বিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। কোনো পূর্বনির্ধারিত পরীক্ষা থাকলে তা হবে না বলেও জানান তিনি।