ডেস্ক: মরণোত্তর চক্ষুদান করে নজির গড়ল পাঁচ বছরের খুদে! তার দান করা কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দু’জন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।
দিন সাতেক আগে স্কুলে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল পাঁচ বছরের ঐশ্বর্যা। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে তার।
মেয়েকে যে আর বাঁচানো যাবে না তা বুঝতে পারছিলেন তার বাবা-মা। সে কথা বোধহয় বুঝতে পেরেছিল ঐশ্বর্যা নিজেও। হাসপাতালের বিছানায় শুয়েই তাই চক্ষুদানের ইচ্ছার কথা জানিয়েছিল বাবা-মাকে।
মেয়ের মৃত্যুর পর তার সে ইচ্ছা পূরণ করা হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। সেখানেই তার কর্নিয়া তুলে এনে প্রতিস্থাপন করা হয় অন্য দুই দৃষ্টিহীনের চোখে। টানা ৬ ঘণ্টা ধরে হয় সেই অস্ত্রোপচার। ছোট্ট ঐশ্বর্যার শেষ ইচ্ছায় দৃষ্টি ফিরে পায় তাঁরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান