আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবনের প্রতি পাতায় পাতায় ভুল। তাকে অপসারণ না করলে বিএনপি রক্ষা পাবে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত ঘোষিত অবৈধ হরতালের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার জন্ম তারিখে ভুল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাক্যাম্পে আশ্রয় নেওয়া ভুল, নির্বাচনে অংশ না নেওয়া ভুল- তার জীবনের পাতায় পাতায় ভুল। যার জীবনের পাতায় পাতায় ভুল সেই বেগম খালেদা জিয়াকে অপসারণ না করলে বিএনপি রক্ষা পাবে না।
তিনি বলেন, জন কেরির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বন্ধুত্ব সূদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তার কাছে বিএনপির নেত্রীর কান্না কোনো কাজে আসেনি। ২০১৯ সালের আগে দেশ কোনো নির্বাচন হবে না।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সব হারিয়ে এখন অন্যের ইস্যুকে হাইজ্যাক করছে। তিনি অন্যের তেল গ্যাস ইস্যু হাইজাক করতে চেয়েছেন। বেগম খালেদা জিয়া এখন পরগাছা ও পরজীবীতে পরিণত হয়েছেন।
ড. হাছান মাহমুদ বলেন, হরতালকারীদের এখন দূর্বিণ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছেনা। বিএনপি জামায়াত হরতালকে কৌতুকে পরিণত করেছে।
তিনি বলেন, যারা আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হবে।
সমাবেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান