পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

গাইবান্ধায় কলার মোচা এখনও জনপ্রিয় সবজি

বাংলার খবর২৪.কম500x350_c055de633a7f19ee9c5a6dd412b716ae_Nazrul PHOTO-01.Gaibandha.13.9.14,গাইবান্ধা : কলার মোচা এখনও গাইবান্ধায় সর্বস্তরের মানুষের জনপ্রিয় একটি সবজি। কলার মোচা থেকে তৈরী তরকারি, ভর্তা, ডাল এবং ঝোলের তরকারি বেশ সু-স্বাদু। এ কারণে কলার মোচা এ জেলার অনেক দরিদ্র বিপন্ন মানুষের জীবন জীবিকার অন্যতম পেশায় পরিণত হয়েছে।
একটি কলার গাছে কলা ধরা শুরু করলে প্রথমেই বের হয় বেগুনি রংয়ের লম্বাটে থোর। এর পরতে পরতে থাকে ফুল। যেগুলো একটি লম্বা ছড়িতে একেক একেকটি কলার কাঁদি হিসেবে ঝুলে থাকে। একপর্যায়ে কলা ধরা পর্ব শেষ হলে ওই লম্বাটে থোরটি ঝুলে থাকে। যা তখন কেটে নিয়ে সবজি হিসেবে খাওয়া হয়। যথেষ্ট জনপ্রিয় হওয়ার কারণে ক্রেতাদের কাছে এই কলার থোরের চাহিদা অত্যান্ত বেশী।
আর একেই পেশা হিসেবে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্রমজীবি নারী মফিজান বেওয়া ৬০ বছর বয়সে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে জীবন জীবিকাকে চালিয়ে নিচ্ছেন। গ্রামে গ্রামে ঘুরে কলার থোর সংগ্রহ করে ডালিতে মাথায় করে নিয়ে জেলা শহরের পাড়ায় মহল¬ায় তা বিক্রি করেন। এ ভাবেই তিনি তার একটি প্রতিবন্ধী সন্তানসহ ৩ মেয়ে ও ৩ ছেলের একটি সংসার প্রতিপালন করে আসছে।
কলার মোচা বিক্রেতা গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের আরেক দিনমজুর আজব মিয়ার ছেলে মো. রশিদ মিয়া বাবার বসতভিটা ছাড়া তার কিছুই নাই। স্ত্রী সন্তান নিয়ে তার ছোট্ট পরিবার। দিন মজুরের কাজের ফাঁকে গ্রামের বিভিন্ন স্থানে কলার মোচা সংগ্রহ করে এখন সাইকেল চেপে বাজারে আসে। পুরানো সাইকেলটি সে মোচা বিক্রির টাকা দিয়েই কিনেছে।
কলার মোচা বিক্রেতাদের কাছ থেকে জানা যায়, একটি মোচা তারা কলার গাছ ওয়ালার কাছ থেকে কিনে আনে ৫ থেকে ৬ টাকায়। শহরে এনে একটি মোচা বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়। প্রচুর চাহিদা থাকায় মুহুর্তেই তা বিক্রি হয়ে যায় বলে এর বেচাকেনা করে শ্রমজীবি মানুষগুলো এখন আত্মনির্ভর হতে চলেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

গাইবান্ধায় কলার মোচা এখনও জনপ্রিয় সবজি

আপডেট টাইম : ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_c055de633a7f19ee9c5a6dd412b716ae_Nazrul PHOTO-01.Gaibandha.13.9.14,গাইবান্ধা : কলার মোচা এখনও গাইবান্ধায় সর্বস্তরের মানুষের জনপ্রিয় একটি সবজি। কলার মোচা থেকে তৈরী তরকারি, ভর্তা, ডাল এবং ঝোলের তরকারি বেশ সু-স্বাদু। এ কারণে কলার মোচা এ জেলার অনেক দরিদ্র বিপন্ন মানুষের জীবন জীবিকার অন্যতম পেশায় পরিণত হয়েছে।
একটি কলার গাছে কলা ধরা শুরু করলে প্রথমেই বের হয় বেগুনি রংয়ের লম্বাটে থোর। এর পরতে পরতে থাকে ফুল। যেগুলো একটি লম্বা ছড়িতে একেক একেকটি কলার কাঁদি হিসেবে ঝুলে থাকে। একপর্যায়ে কলা ধরা পর্ব শেষ হলে ওই লম্বাটে থোরটি ঝুলে থাকে। যা তখন কেটে নিয়ে সবজি হিসেবে খাওয়া হয়। যথেষ্ট জনপ্রিয় হওয়ার কারণে ক্রেতাদের কাছে এই কলার থোরের চাহিদা অত্যান্ত বেশী।
আর একেই পেশা হিসেবে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্রমজীবি নারী মফিজান বেওয়া ৬০ বছর বয়সে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে জীবন জীবিকাকে চালিয়ে নিচ্ছেন। গ্রামে গ্রামে ঘুরে কলার থোর সংগ্রহ করে ডালিতে মাথায় করে নিয়ে জেলা শহরের পাড়ায় মহল¬ায় তা বিক্রি করেন। এ ভাবেই তিনি তার একটি প্রতিবন্ধী সন্তানসহ ৩ মেয়ে ও ৩ ছেলের একটি সংসার প্রতিপালন করে আসছে।
কলার মোচা বিক্রেতা গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের আরেক দিনমজুর আজব মিয়ার ছেলে মো. রশিদ মিয়া বাবার বসতভিটা ছাড়া তার কিছুই নাই। স্ত্রী সন্তান নিয়ে তার ছোট্ট পরিবার। দিন মজুরের কাজের ফাঁকে গ্রামের বিভিন্ন স্থানে কলার মোচা সংগ্রহ করে এখন সাইকেল চেপে বাজারে আসে। পুরানো সাইকেলটি সে মোচা বিক্রির টাকা দিয়েই কিনেছে।
কলার মোচা বিক্রেতাদের কাছ থেকে জানা যায়, একটি মোচা তারা কলার গাছ ওয়ালার কাছ থেকে কিনে আনে ৫ থেকে ৬ টাকায়। শহরে এনে একটি মোচা বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়। প্রচুর চাহিদা থাকায় মুহুর্তেই তা বিক্রি হয়ে যায় বলে এর বেচাকেনা করে শ্রমজীবি মানুষগুলো এখন আত্মনির্ভর হতে চলেছে।