ডেস্ক : নাটোরে শিশুপুত্র ইয়াসিন আরাফাত ইমনকে হত্যার দায়ে বাবা এমদাদুল হক মিলন ও সৎ মা নাহিদা বেগমকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই আদেশ দেন। রায়ে বিচারক গলায় ফাঁস দিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দেন।
এমদাদুল হক মিলন বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। দন্ডপ্রাপ্ত নাহিদা বেগম পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ইমনের মা কুলসুমা বেগমকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলেকে স্বামীর বাড়িতে রেখে তিনি দীর্ঘদিন ধরে পাশের শ্রীখ- গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। ২০১৫ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় এমদাদুল হক মিলনের প্রথম স্ত্রী কুলসুমা বেগমের ছেলে কামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ইমন খেলার সময় তিনটি গ্যাস বেলুন নষ্ট করে ফেলে। এই ঘটনায় তার সৎ মা নাহিদা বেগম ও তার বাবা এমদাদুল হক মিলন তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নিহতের সৎ মা ও বাবা বৈদ্যুতিক শক লেগে ইমন মারা গেছে বলে এলাকায় প্রচার করতে থাকেন। কিন্তু নিহতের শরীরের কোথাও বৈদ্যুতিক শক লাগার কোন চিহ্ন না পাওয়ায় এলাকাবাসীদের সন্দেহ হয়। পরে পুলিশ নিহতের গলায় কালো দাগ থাকায় সৎ মা ও বাবাকে আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহতের মা কুলসুমা বেগম বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।
কুলসুমা বেগম জানান, ২০০৭ সালে মিলনের সাথে তার বিয়ে হওয়ার পর জানতে পারেন তার স্বামী একটি হত্যা মামলার আসামি। চাচা আকবর হোসেন হত্যার সাথে তার স্বামী জড়িত এবং রাতে সড়কে ডাকাতি করে। স্বামীকে সুপথে ফেরানোর জন্য বাবার বাড়ি থেকে দু’দফায় সাড়ে তিন লাখ টাকা এনে স্বামীর হাতে দেন। আমার নামে জমি কেনার জন্য বলা হলেও সঠিক দলিল না করে প্রতারণার আশ্রয় নেয়। এনিয়ে প্রতিবাদ করলে মারপিটসহ নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে ২০১৩ ছেলে ইমনকে বাবার কাছে রেখে তিনি বাপের বাড়ি চলে যান। বাবার বাড়িতে থাকার সময় ইমন মাঝে-মধ্যে গিয়ে তার বাবা ও সৎ মায়ের নির্যাতনের কথা জানাত। ঘটনার দিন রাতে লোকমুখে ইমনের মৃত্যুর খবর জানতে পারি। ছেলের হত্যাকারীদের ফাঁসির রায় হওয়ায় তিনি খুশি।
নাটোর জজ র্কোটের পাবলিক প্রসিউকিটর (পিপি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলাটির দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই দুই জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেয়ার আদেশ দেন।
এই মামলায় রাষ্টপক্ষে তিনি নিজে ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান