বাংলার খবর২৪.কম, খুলনা : খুলনার কয়রা উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে নতুন সংযোগ স্থাপনের অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতির ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার দক্ষিণ দেয়াড়া গ্রামের বিদ্যুৎ বঞ্চিত লোকদের পক্ষে স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন গাজী বাদি হয়ে গত ৯ সেপ্টেম্বর কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বাদী সংশ্লিষ্ট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম বহির্ভূত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারীর আবেদন করেন।
মামলায় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ শহীদুজ্জান, নির্বাহী প্রকৌশলী (চঃ দঃ) গণপতি বিশ্বাস,সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জি. মো. ইনামুল হক, প্রজেক্ট ইঞ্জি. শেখ জাহিদ হোসেন, ফিল্ড অর্গানাইজার মুজিবর রহমান, অফিস ইনচার্জ (ডি,জি,এম-সাব ষ্টেশন পাইকগাছা) এবং অফিস ইনচার্জ অভিযোগ কেন্দ্র কয়রা মদিনাবাদকে বিবাদী করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, বিবাদীরা পরস্পর যোগসাজসে জেলার কয়রা থানাধিন মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের স্টকিং সীটে নিয়ম বর্হিভুতভাবে এলাকার স্থায়ী বাসিন্দাসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য ইউনিয়ন ও গ্রামের লোকদের নাম তালিকাভুক্ত করে। এ প্রেক্ষিতে ২০১৩ সালের ৩১ মার্চ পাইকগাছা সাব-ষ্টেশনের সার্কিট ৩ এবং ৬৭০ লটে স্কেচ ম্যাপ স্টকিং সীট মোতাবেক দক্ষিণ দেয়াড়া গ্রামের মধ্যে বাগালী ইউনিয়নের বায়লারহারানিয়াসহ জয়পুর গ্রামের স্থায়ী বাসিন্দাদের নাম অর্ন্তভুক্ত করার বিষয়ে অভিযোগ করা হয়।
বাদি পক্ষের দাবী, বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খুলনা পল্লী বিদ্যু সমিতিতে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে ফিল্ড অর্গানাইজার মুজিবর রহমান দক্ষিণ দেয়াড়া সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংযোগ স্থাপনের বিষয়ে আশ্বস্থ করেন। পরর্তীতে অর্থের বিনিময়ে তিনি গোপনে জয়পুর গ্রাম ও বাগালী ইউনিয়নের বায়লারহারানিয়া গ্রামের বাসিন্দাদের নাম তালিকাভুক্ত করে স্টকিং সীট প্রস্তুত করেন। যার প্রত্যেক পাতায় ইউনিয়ন মহারাজপুর, গ্রাম দক্ষিণ দেয়াড়া লেখা রয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী গত গত ২৩ জুন কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং সমিতি বরাবর লিখিত আবেদনসহ যোগাযোগ করার পর কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তে গিয়েও কোন রিপোর্ট প্রকাশ করেননি। উপরন্তু কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও বাদী পক্ষ অভিযোগ করেছেন।
নগরীতে সড়ক দুর্ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ী নিহত
নগরীর ফুলবাড়ীগেট জনতা মার্কেট সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে ইজিবাইকের ধাক্কায় আব্বাস আলী (৬০) নামক একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌণে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল পৌণে ৬ টার দিকে স্থানীয় যাব্দিপুর বৌ-বাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী আব্বাস আলী ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে দিয়ে খুলনা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ড’র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবর্তন অনুষ্ঠিত
মহাত্মা ডা. ফ্যাডারিক স্যামুয়েল হ্যানিম্যান এঁর ২৫৯ তম জন্মবার্ষিকী, দি রয়েল হোমিও ফাউন্ডেশন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ড’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় সমাবর্তন উপলক্ষে শুক্রবার নগরীর বিভাগীয় যাদুঘর মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দি রয়েল হোমিও ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ড’র মহাপরিচালক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডা. হাসান আলী তালুকদার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি’র চেয়ারম্যান জিয়াউল আমীন। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ চৌধুরী মাহাবুবুল হক ও সহযোগী অধ্যাপক ডা. খান আলাল উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ড’র রেজিষ্ট্রার অধ্যাপক ডা. মোঃ শাহ আলম তালুকদার, ফুলতলা প্যারামেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল আজিজ ও সমাজ সেবক আব্দুল হালিম। এসএম হুসাইন বিল্লাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে খুলনাঞ্চলের প্রায় ৩ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক অংশ গ্রহন করেন। অংশগ্রহনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে সম্মাননা সনদ প্রদান করা হয়। প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে চিকিৎসকদের সাথে মতবিনিময় এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সততা ও দক্ষতার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চিকিৎসকদের প্রতি আহবান জানান। একই সাথে এ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান