ডেস্ক : অ্যাপলকে ১৩০০ কোটি ইউরো পরিশোধের আদেশ দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন-এর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা।
আয়ারল্যান্ড-কে বিশেষ রুট হিসেবে ব্যবহার করে করের পরিমাণ কমানোর অভিযোগে চলা এই মামলায়, কর হিসেবে এই অর্থ পরিশোধের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
আগের এমন অন্য কোনো মামলায় ইউরোপিয়ান কমিশনের ধার্য করা সর্বোচ্চ অংকের চেয়েও এই অংক ৪০ গুণ বড়, তবে যদি অন্য দেশগুলো তাদের কাছ থেকে আরও কর চায় তাহলে এই অংক কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন-এর এক কর্মকর্তা।
আয়ারল্যান্ড-এর পক্ষে থাকা অ্যাপল ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করার কথা জানিয়েছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কর বিধি এড়িয়ে ২০১৪ সালে অ্যাপলের প্রায় এক হাজার কোটি ডলারের কর ফাঁকির সুবিধা করে দেওয়ায় অভিযোগ আনে ইউরোপিয়ান কমিশন। কর ফাঁকির বিনিময়ে অ্যাপলের পক্ষ থেকে চাকুরীর ‘নিশ্চয়তা প্রদান করা হয়’। তবে আয়ারল্যান্ড এবং অ্যাপল উভয়েই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।