রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আরও দুটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ ও ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামে এ দুটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিভাগ দুটি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন এই বিভাগ দুটিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি আরও জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে নতুন এই বিভাগ দুটিও অন্তর্ভুক্ত করা হবে। এই দুটি নতুন বিভাগ নিয়ে রুয়েটে মোট বিভাগের সংখ্যা দাঁড়ালো ১৪টি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান