ডেস্ক : নাটোরের গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা শিবিরের সভাপতি আমিরুল ইসলামসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যেন নাশকতা ঘটাতে না পারে- সে কারণে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা শিবিরের সভাপতি আমিরুল ইসলামসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান