১০ টাকা নিয়ে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় ছাতক উপজেলার বড়কাপন বাজারে বাদেশ্বরী গ্রামের মাছ বিক্রেতা মো. আখতার হোসেনের সঙ্গে মাছের দরদাম করছিলেন পাশের বাঘারাই গ্রামের মো. সামছুল ইসলাম।
এক পর্যায়ে অন্য এক ক্রেতা আমির আলীকে ১০ টাকা বেশি দেবেন বললে তাঁর কাছে মাছ বিক্রি করেন আমির আলী। তাঁর কাছে মাছ বিক্রি না করে অন্য লোকের কাছে কেন মাছ বিক্রি করলেন এ নিয়ে আমিরের সঙ্গে সামছুলের বাকবিতণ্ডা শুরু হয়। এই খবরটি দুজনের গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন বড়কাপন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের লোকজনের মধ্যে দীঘক্ষণ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে দেশিয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সোজা মামুন জানান, বড়কাপন বাজারে ১০ টাকা বেশি দামে মাছ বিক্রির জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আবারও যাতে সংঘর্ষ না হয় সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান