রাজশাহী : রাজশাহী নগরীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনে টি-বাঁধে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ফাটল ঠেকাতে জিওব্যাগ ফেলা হচ্ছে। তবে এতে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রবিবার (২৮ আগেস্ট) সকালে শ্রীরামপুর শহর রক্ষা বাঁধসংলগ্ন টি-বাঁধে ফাটল দেখা দেয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানতে পেয়ে ঘটনাস্থলে এসে জিওব্যাগ ফেলে তা ঠেকানোর চেষ্টা শুরু করে। তবে এই ফাটল শহর রক্ষা বাঁধে কোনো প্রভাব ফেলবে না বলে জানান নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান।
তিনি বলেন, রবিবার দুপুর ২টা পর্যন্ত পদ্মার রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪৬ মিটার। যা বিপদসীমা থেকে মাত্র ৪ সেন্টিমিটার নিচে। তবে পানি প্রবাহের গতি দেখে ধারণা করা হচ্ছে সোমবার নাগাদ পদ্মার পানি বিপদসীমা (১৮.৫০মি) অতিক্রম করবে।
তিনি বলেন, টি-বাঁধের পশ্চিম-দক্ষিণ অংশে রবিবার সকালে ব্রিক ম্যাট্রেসিং-এর কিছু অংশ সরে গেছে, তা জিওব্যাগ দিয়ে মেরামত করা হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা কোনো ধস নয়। আর যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমরা সচেষ্ট রয়েছি।
এদিকে, পানি বৃদ্ধির ফলে নগরীর জিয়ানগর, বুলনপুর, পঞ্চবটি ও শ্যামনগর এলাকায় পানি ঢুকে পড়েছে। সিমলা পার্ক, বিজিবি গার্ডেন, পদ্মা গার্ডেন, বড়কুঠি, লালনশাহ পার্কসংলগ্ন এলাকায় পানি বাঁধকে স্পর্শ করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান