খুলনা মেডিকেল কলেজে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে নয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- রাজীব বিল্লাহ, কামরুজ্জামান, এনামুল আকাশ, সাফয়াত, জয়, নাইম, প্রমোদ ম-ল, তাহামিদ ও আজিজুল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে খুলনা মেডিকেল কলেজের ক্যান্টিনে বসা নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টিটো গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখান থেকে সবাই বের হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদার খুলনা মেডিকেল কলেজের আইসিইউ পরিদর্শনে আসেন। এ সময় সভাপতি গ্রুপের ওপর সাধারণ সম্পাদক টিটো গ্রুপের সমর্থকরা হামলা চালায়। হামলায় উভয় গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান