স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির আন্দোলনকে ‘সূর্যের সামনে কুপির হুঙ্কার’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনের দল। এই দলকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। ‘ধর’ বললেই যে বিএনপি দৌড়ে পালায় সেই দলের মুখে আন্দোলনের হুমকি মানায় না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
শনিবার বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, গণতন্ত্র মানে এই না যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর অন্যরা অংশ না দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার। ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন হবে তখন দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। আর এই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন।’
মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পরিকল্পনামাফিক সরকার কাজ করছে।’
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।
প্রসঙ্গত, পাঁচ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান