কুড়িগ্রাম : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিষয়টি সম্পন্ন করা হবে।
শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা, সবজি ও ডাল বীজ এবং সার বিতরণকালে এসব কথা বলেন।
নাগেশ্বরী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ একেএম মোস্তাফিজার রহমান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মঈনুদ্দিন আব্দুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ভাগ্য রানী বনিক, পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান