ডেস্ক : নগ্ন সাধু এলেন বিধানসভায়। নগ্ন অবস্থায়ই শীর্ষ আসন গ্রহণ করে বক্তব্য রাখলেন ঝাড়া ৪০ মিনিট। নারীদের প্রতি কড়াবচন ঝাড়লেন। আর বিধায়করা হাঁ করে তার কথা গিললেন। খবর কলকাতার দৈনিক আজকালের।
শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভায় এসেছিলেন জৈন ধর্মগুরু তরুণ সাগর। শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার আমন্ত্রণ পেয়ে বিধানসভায় এসেছিলেন এই সাধু। বক্তৃতায় তিনি স্বামীর প্রতি নারীদের কর্তব্য, কন্যা সন্তানের ভ্রূণ হত্যা, এমনকি সন্ত্রাসবাদ বিরোধী কথা বলেছেন।
তিনি বলেছেন, ‘রাজনীতি ও ধর্ম যেমন একে অপরের সঙ্গে জড়িত, স্বামী–স্ত্রীর সম্পর্কটিও ঠিক তেমন। স্বামী ধর্ম, স্ত্রী রাজনীতি। স্বামীর কর্তব্য স্ত্রীকে বিপদ থেকে রক্ষা করা। আর স্ত্রীর ধর্ম স্বামীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলা।’
কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রোধে প্রধানমন্ত্রীকে একটি উপায়ও বাতলে দেন তিনি। তিনি বলেন, কারও ঘরে মেয়ে না থাকলে সে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারবে না বলে এখুনি ঘোষণা করা উচিত সরকারের। মেয়ের বিয়ে দেয়ার সময়ও একথা মাথায় রাখতে হবে। ছেলের পরিবারে যদি একটিও কন্যা সন্তান না থাকে তাহলে সে বাড়িতে মেয়ে না পাঠানোই ভাল। কোন বাড়িতে কন্যা সন্তান না থাকলে ভিক্ষা না নেওয়া উচিত সাধু সন্ন্যাসীদেরও। এগুলো মেনে চললেই কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রোধ করা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান