বাংলার খবর২৪.কম: রাজধানীর শ্যামলী এলাকার নবাব রোডের একটি বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীকে আটক করেছে র্যাব-২। এ অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে ডিবি পুলিশের এক এসআইয়ের। আজ শনিবার বিকেল ৪টায় এ অভিযান শুরু করে র্যাব-২-এর একটি দল। এতে নেতৃত্ব দেন র্যাবের এসআই সাজ্জাদ। সাজ্জাদ বলেন, ওই বাসায় ডিবি পুলিশের এক এসআই তত্ত্বাবধানে এ অবৈধ কাজ পরিচালনা হতো। খদ্দেররা ওই বাসায় গেলে তাদের আটক করে ভয়ভীতি দেখিয়ে লুটপাট করা হতো।
অভিযানে ডিবি পুলিশের গাড়িচালককে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য মতেই এসব বেরিয়ে আসে। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ওই বাসায় অভিযান চালিয়ে ৫ নারীকে আটক করা হয়েছে। ওই বাসার অসামাজিক কার্যকলাপের সঙ্গে একজন ডিবি পুলিশের এসআইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। তবে আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান