ফারুক আহম্মেদ সুজন: বিআরটিএ’র ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্বল্প জনবল দিয়ে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পরিচালিত মোবাইল কোর্ট পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।
ঈদে একসঙ্গে গার্মেন্টস ছুটির কারণে যানজট লাগে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাভার-আশুলিয়ার গার্মেন্টস একদিন এবং গাজীপুরে আরেকদিন ছুটি দিলে যানজট লাগবে না।
এ সময় তিনি পৃথক দিনে গার্মেন্টস ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের আহ্বানও জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক(প্রশাসন) অতিরিক্ত সচিব মশিয়ার রহমান,বিআরটিএ’র উপ পরিচালক তপন কুমার, মাসুদ আলম প্রমুখ।