ডেস্ক : চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। নীতি নৈতিকতা বলতে কিছু নেই। মানুষ হত্যা পাপাচারে লিপ্ত হয়ে পড়ছে মানুষ। এসব থেকে উত্তোরণ ঘটাতে হবে।
শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে চরমোনাই পীর এসব কথা বলেন। এ সময় দেশ থেকে দুর্নীতি রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন-কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দ-এর কার্যকরী কমিটির সভাপতি সালমান বিজনুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নীলু প্রমুখ।
আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯টায় পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। দুপুরে বিরতি দিয়ে বিকেল ৩টায় ফের অনুষ্ঠান শুরু হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে।