অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

ওজোন স্তরের গহ্বর কমছে

বাংলার খবর২৪.কম500x350_b3c2130aee9f21640d81fe534908d633_ojon ডেস্কঃ জাতিসংঘের বিজ্ঞানীরা জানিয়েছেন, ওজোনগহ্বর ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার বা শূন্যস্তর হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় মুখ্য স্তর। বায়ুমণ্ডলের ৯০ শতাংশ ওজোন পাওয়া যায় পৃথিবীর ‘রক্ষা বলয়’ হিসেবে পরিচিত এই স্তরে। আর এই রক্ষা বলয় যত সঙ্কুচিত হবে পৃথিবীর জন্য ততই ভাল। ওজোন অক্সিজেনের একটি রূপভেদ, যার রাসায়নিক সঙ্কেত হচ্ছে তিনটি অক্সিজেন পরমাণুর একত্রিকরণ। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি ছড়িয়ে পড়ে, তা ফিল্টার করে এই শূন্যস্তর এবং সেই পন্থায় মানুষকে রক্ষা করে চর্ম ও চোখের ক্ষতির হাত থেকে। ৮০’র দশক থেকে আশঙ্কাজনক হারে বেড়ে চলা ওজোনস্তরের গহ্বরটা সঙ্কুচিত হওয়ার ফলে বড় ধরনের হুমকির মুখ থেকে বেঁচে যাবে পৃথিবী।
মাঠের ফসলকেও অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে রক্ষা করে এই ওজোনস্তর। বিজ্ঞানীরা এই তথ্য জানিয়ে বলেন, এই উন্নয়ন থেকেই বোঝা যায় সঙ্কটকালে এক হয়ে কাজ করলে বিশ্বের যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
নাসার বিজ্ঞানী পল নিউম্যান জানান, ‘‘২০০০ থেকে ২০১৩ সাল অবধি ওজোনের মাত্রা চারগুণ বেড়েছে। উত্তর অক্ষাংশে প্রায় ৩০ মাইল জুড়ে এর বিস্তার হয়েছে।” আনুমানিক ৭০-এর দশকের শেষেরদিকে ওজোনস্তর পাতলা হতে থাকে। বিজ্ঞানীরা এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলে ১৯৮৭ সালে বিশ্বের দেশগুলো সিএফসি নির্গমন কমানোর ব্যাপারে একমত হয়। এর ফলে সিএফসি নির্গমন হার এই কয়েক বছরে অনেকটা কমেছে।
বিজ্ঞানীরা বলেন, ‘‘ঐ চুক্তিতে না পৌঁছালে ২০৩০ সালের মধ্যে প্রতিবছর বিশ্বে অন্তত আরও ২০ লাখ মানুষ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতেন।” অবশ্য তাঁদের কথায়, ‘‘ওজোনস্তরের বিশাল গহ্বরটি বন্ধ করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

ওজোন স্তরের গহ্বর কমছে

আপডেট টাইম : ১২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_b3c2130aee9f21640d81fe534908d633_ojon ডেস্কঃ জাতিসংঘের বিজ্ঞানীরা জানিয়েছেন, ওজোনগহ্বর ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার বা শূন্যস্তর হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় মুখ্য স্তর। বায়ুমণ্ডলের ৯০ শতাংশ ওজোন পাওয়া যায় পৃথিবীর ‘রক্ষা বলয়’ হিসেবে পরিচিত এই স্তরে। আর এই রক্ষা বলয় যত সঙ্কুচিত হবে পৃথিবীর জন্য ততই ভাল। ওজোন অক্সিজেনের একটি রূপভেদ, যার রাসায়নিক সঙ্কেত হচ্ছে তিনটি অক্সিজেন পরমাণুর একত্রিকরণ। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি ছড়িয়ে পড়ে, তা ফিল্টার করে এই শূন্যস্তর এবং সেই পন্থায় মানুষকে রক্ষা করে চর্ম ও চোখের ক্ষতির হাত থেকে। ৮০’র দশক থেকে আশঙ্কাজনক হারে বেড়ে চলা ওজোনস্তরের গহ্বরটা সঙ্কুচিত হওয়ার ফলে বড় ধরনের হুমকির মুখ থেকে বেঁচে যাবে পৃথিবী।
মাঠের ফসলকেও অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে রক্ষা করে এই ওজোনস্তর। বিজ্ঞানীরা এই তথ্য জানিয়ে বলেন, এই উন্নয়ন থেকেই বোঝা যায় সঙ্কটকালে এক হয়ে কাজ করলে বিশ্বের যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
নাসার বিজ্ঞানী পল নিউম্যান জানান, ‘‘২০০০ থেকে ২০১৩ সাল অবধি ওজোনের মাত্রা চারগুণ বেড়েছে। উত্তর অক্ষাংশে প্রায় ৩০ মাইল জুড়ে এর বিস্তার হয়েছে।” আনুমানিক ৭০-এর দশকের শেষেরদিকে ওজোনস্তর পাতলা হতে থাকে। বিজ্ঞানীরা এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলে ১৯৮৭ সালে বিশ্বের দেশগুলো সিএফসি নির্গমন কমানোর ব্যাপারে একমত হয়। এর ফলে সিএফসি নির্গমন হার এই কয়েক বছরে অনেকটা কমেছে।
বিজ্ঞানীরা বলেন, ‘‘ঐ চুক্তিতে না পৌঁছালে ২০৩০ সালের মধ্যে প্রতিবছর বিশ্বে অন্তত আরও ২০ লাখ মানুষ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতেন।” অবশ্য তাঁদের কথায়, ‘‘ওজোনস্তরের বিশাল গহ্বরটি বন্ধ করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”