বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর প্রবর্তক এলাকায় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর সিকদারের সভাপতিত্বে মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ।
তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ মাটির সন্তান। বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে ও আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করতে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। খালেদা জিয়ার ঠিকানা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। শেখ হাসিনার নির্দেশে এ সমস্ত মিথ্যা ভিত্তিহীন মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে কিংবা গ্রেফতার করে শেষ রক্ষা হবে না।
তারা আরো বলেন, শেখ হাসিনার হাত থেকে এ দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের যে ডাক দেবেন, সে আন্দোলনে ছাত্রসমাজকে আরো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।
এর আগে মিছিলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন হিমেল, এমদাদুল হক, শহীদুল্লাহ ফয়সাল, সৈয়দুল আলম, এহসান, আবু সাঈদ, মামুন এলাহি, ইমরুল হাসান পাভেল, রমজান আলী, খোরশেদুল আলম, তারেক হোসেন, সিজ্জি, জাহেদ, জুয়েল, রিমন, ফারুক, সালাম, মোরশেদ, কাদের, জহির, জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।